তিতাসে দুদক টিম : অভিযুক্ত কর্মচারীদের তালিকা সংগ্রহ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

পাবলিক বয়েস: তিতাস গ্যাসে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। তিতাসের শ্রমিক নেতা, কর্মকর্তা ও কর্মচারীরা সিন্ডিকেট করে বিভিন্ন আবাসিক ও শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ প্রদান এবং টেম্পারিং করে লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায় করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ (বুধবার) এ অভিযান চালানো হয়।

দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে পরিচালক মো. শফিকুর রহমান ভুইয়া ও পরিচালক মো. আবদুল গাফফারের সমন্বিত একটি টিম তিতাস গ্যাস প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদান এবং মিটার টেম্পারিং এ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করে।

এছাড়া দুদক টিম জানতে পারে, তিতাস কর্তৃপক্ষ প্রশাসনিক স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের একটি বদলির আদেশ জারি করেছে, যা বাস্তবায়নে একটি সিন্ডিকেট বিঘ্ন সৃষ্টি করছে।

এ প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘তিতাসের দুর্নীতি বন্ধে দুদক নিয়মিত নজরদারি করবে এবং অভিযান চালাবে। অবৈধ গ্যাস সংযোগের দুর্নীতিতে যারা লাভবান হয়েছে, তাদের সম্পদের অনুসন্ধান করা হবে এবং দুর্নীতির প্রমাণ পেলে তাদের আইনের মুখোমুখি করা হবে। এছাড়া তিতাস কর্তৃপক্ষের প্রশাসনে অনৈতিক হস্তক্ষেপে জড়িতদের দুদক চিহ্নিত করবে।’

 

মন্তব্য করুন