সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান আজিজ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

পাবলিক ভয়েস: সাত দিনের শুভেচ্ছা সফরে সৌদি আরব যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ গত শুক্রবার সৌদির উদ্দেশে রওনা হবেন। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সফরকালে সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ল্যান্ড ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান। ছাড়া পবিত্র ওমরাহ পালন করবেন জেনারেল আজিজ

আগামী ফেব্রুয়ারি সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে

মন্তব্য করুন