গফরগাঁওয়ে ইসলামী আন্দোলনের যৌথ সভা: ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় নেতৃবৃন্দের দৃঢ় অঙ্গীকার

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

আনোয়ার হোসাইন বিপ্লবী

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা ও পাগলা থানা শাখার উদ্যোগে উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার মহিলা কলেজ রোড কলাবাগানস্থ ইতক্বানুল কোরআন সুলতানিয়া মাদরাসায় এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন মুফতি আনোয়ার হুসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং বিশ্বকারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হোসাইন মাজহারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাগলা থানা শাখা, মুফতি তারেক বিন হাবিব, সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ, মুফতি আনোয়ার হোসেন বিপ্লবী, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখা, মাওলানা হাকিম মহিউদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাগলা থানা শাখা, সাব্বির আহমেদ সৌরভ, সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখা, আবির হাসান, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাগলা থানা শাখা।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। তারা সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন।

মন্তব্য করুন