

মো.জাহিদ মিয়া
গত ৮ মে রোজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও ইউনিয়ন শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কারিমিয়া মাদ্রাসা মসজিদে আয়োজিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা ইসলাম উদ্দিন এবং সঞ্চালনা করেন মাওলানা আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মুফতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আমিনী, দ্বীনি সংগঠনের থানা সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ মুক্তাদিরসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা জয়নুল আবেদীন বলেন, “গফরগাঁও উপজেলাকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে হবে। এজন্য ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
আলোচনা পর্ব শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে মাওলানা ইসলাম উদ্দিনকে সভাপতি, মাওলানা আরিফুল ইসলাম খানকে সহ-সভাপতি, মাওলানা আসাদুল ইসলামকে সেক্রেটারি এবং মাওলানা দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।