টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

পাবলিক ভয়েস: কক্সবাজারের টেকনাফে ৫ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিক (২৫) নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৭। গতকাল সোমবার রাতে পৌরসভার বাস স্টেশন থেকে ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব। আটক টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মিমতাজের ছেলে।

র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, ইয়াবার একটি চালান পৌরসভার বাস স্টেশনে লেনদেন করছে, এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরো বলেন, আটক একজন ইয়াবা ব্যবসায়ী। এর আগেও সে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছে। তাকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন