চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

পাবলিক ভয়েস: চট্টগ্রামে নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় শ্যামল দে নামে আরেক আসামি গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পু্লিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় তিন পু্লিশ সদস্য আহত হয়েছে। শ্যামল দে নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

এ বিষয়ে বিস্তারিত দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান ওসি মহসীন।

মন্তব্য করুন