

পাবলিক ভয়েস: ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর-দক্ষিণ) নবগঠিত ৩৬টি ওয়ার্ড নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছে ক্ষমতাসীন আ.লীগ। কমপক্ষে তিনশ’ প্রার্থী দলীয় সমর্থনের আশায় আ.লীগের কাছে আবেদন করে।
এর মধ্য থেকে অধিকতর যোগ্য, জনপ্রিয় ও দলের জন্য নিবেদিত ৩৬টি ওয়ার্ডের জন্য ৩৬ ও ১২টি সংরক্ষিত মহিলা পদের জন্য ১২ প্রার্র্থী চূড়ান্ত করে কেন্দ্রীয় বাছাই কমিটি। আজ বিকালে দল সমর্থিত এসব প্রার্থীর নাম তালিকা আকারে প্রকাশ করা হতে পারে। আ.লীগের বাছাই কমিটির সূত্রে জানা গেছে এসব তথ্য।
গতকাল সোমবার বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত ধানমণ্ডির আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তরের ১৮টি ও দক্ষিণের ১৮টি ওয়ার্ডের এসব প্রার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় বাছাই কমিটির সমন্বয়ক ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান প্রার্থীদের বলেন, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে অধিকতর যোগ্যদের সমর্থন দেয়া হবে। সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, দলের বাইরে প্রার্থী হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে দলের সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
আ.লীগ সূত্রে জানা যায়, প্রতি ওয়ার্ড থেকে তিন জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের নাম জমা দেয় স্থানীয় আ.লীগ। তবে এর বাইরে বিভিন্ন ওয়ার্ড থেকে আরও দেড় শতাধিক নেতাকর্মী দলীয় সমর্থন প্রত্যাশা করে এ সময় ভিড় করেন। পরে তাদেরও সাক্ষাৎকার নেয়া হয়।
এদিকে গতকাল সোমবার বিকালে প্রথমে ঢাকা উত্তরের ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রতি ওয়ার্ড থেকে আগত প্রার্থীদের পৃথকভাবে এ সাক্ষাৎকার নেয়া হয়। বাদ মাগরিব বিরতি দিয়ে শুরু হয় ঢাকা দক্ষিণের প্রার্থীদের সাক্ষাৎকার।
প্রার্থী বাছাই কমিটির সমন্বয়ক লে. কর্নেল (অব) ফারুক খান, সদস্য জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান, আ ফ ম বাহা উদ্দিন নাছিম এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকার শেষে ঢাকা উত্তরের ৪৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহরিয়ার আলম সোহাগ বলেন, দীর্ঘদিন রাজনীতি করে আসছি। এলাকায় জনসেবামূলক কাজও করছি। দলেও অনেক অবদান আছে। আশা করি দল আমাকে সমর্থন দেবে।
ঢাকা উত্তরের ৭৩, ৭৪ ও ৭৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাশিদা চৌধুরী বলেন, দল আমাকে ডেকেছে। আমি সাক্ষাৎকার দিয়েছি। তিনি বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আমরা বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার। বিগত দিনগুলোতে দলের জন্য যেভাবে কাজ করেছি তাতে দলের সমর্থন পাওয়া নিয়ে খুবই আশাবাদী। বাকিটা প্রধানমন্ত্রী দেখবেন। তবে দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই কাজ করব।