ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

পাবলিক ভয়েস: ভারতের মধ্যপ্রদেশের উজ্জানে বিয়ে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

দুর্ঘটনায় একমাত্র আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার সবশেষ অবস্থা কি তা জানা যায়নি।

স্থানীয় সময় গতকাল সোমবার (২৮ জানুয়ারি) রাত ১২টা নাগাদ একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে অপর একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে এতো সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর নিহতদের বহনকারী গাড়িটি অন্তত ৫০ ফুট নিচে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচ ও হাসপাতালে নেওয়ার পর আরো সাতজনের মৃত্যু হয়।

এক পরিসংখ্যানে জানা যায়, ২০১৭ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় প্রায় দেড় লাখ মানুষের প্রাণহানি হয়েছে। আর আগের বছর অর্থাৎ ২০১৬ সালে এ সংখ্যা ছিলো দেড় লাখের বেশি।

মন্তব্য করুন