মুফতী ফয়জুল করীমের হুশিয়ারী: আল্লামা বাবুনগরীর সঙ্গে এ জুলুম জাতি সহ্য করবে না

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

পাবলিক ভয়েস: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরৎ দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাঁর উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আজ ২৮ ই জানুয়ারী রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় ইসলামী শ্রমিক আন্দোলন রাজশাহী জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা সভাপতি মোঃ তারিফ উদ্দিনের সভাপতিত্বে আইএবি কার্যালয়ে দায়ীত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ দাবি জানান মুফতী ফয়জুল করীম।

আরও পড়ুন- শুধু পাসপোর্ট ফেরৎ নয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাবুনগরীর চিকিৎসার দাবি

এ সময় তিনি আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমানে তার শারীরিক যে অবনতি, তাতে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো জরুরী। কিন্তু সরকার তার পাসপোর্ট আটকে রাখায় তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। মুফতী ফয়জুল করীম সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, সরকারের এমন জুলুম-অত্যাচার জাতি সহ্য করবে না। অবিলম্বে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নায়ক-নায়িকা ও গায়ক-গায়িকাদের যদি রাষ্ট্রীয় খরচে চিকিৎসা হতে পারে, আমার দাবি তাহলে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা বাবুনগরীকেও সরকারী খরচে চিকিৎসা দেওয়া হোক! অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ। এর আগে আজ দুপুরে পাবলিক ভয়েসকে মুঠোফোনেও একই দাবি জানিয়েছিলেন।

পাবলিক ভয়েসকে দেওয়া তার বক্তব্য-

এছাড়াও আজ পাবলিক ভয়েসের সঙ্গে একান্ত আলাপকালে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, শুধু পাসপোর্ট ফেরৎ দেওয়া নয়, বরং আল্লামা বাবুনগরীর চিকিৎসা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় করা সরকারের দায়িত্ব।

নাটক-সিনেমার নায়ক-নায়িকা এবং খেলোয়ারদের চিকিৎসার দায়ভার সরকার নিচ্ছে, কিন্তু আল্লামা বাবুনগরীর মতো ন্যায়পরায়ণ, সত্যের পথে নির্ভীক, একজন বুযুর্গের চিকিৎসার দায়িত্ব সরকার না নিয়ে ভুল করছে। সরকার চিকিৎসার দায়িত্ব তো নিচ্ছেই না বরং পাসপোর্টও আটকে রেখেছে! হেফাজতের সঙ্গে সরকারের ভালো সম্পর্কের পরও হেফাজত মহাসচিবের সঙ্গে এ আচরণ প্রত্যাশিত নয়। আল্লামা বাবুনগরী দেশের জন্য এক অমূল্য সম্পদ।

সরকারের উদাসিনতায় তার কোনো ক্ষতি হলে, সে দায়ভার সরকারকেই নিতে হবে। তিনি আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেওয়া-সহ তার সমস্ত চিকিৎসার দায়িত্ব সরকারকে গ্রহণ করার দাবি জানান। পাশাপাশি সমস্ত মসজিদ মাদরাসা এবং ওয়াজ মাহফিলে আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনায় দোয়া করার জন্য ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসুল্লীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন- কার জন্য কে কাঁদে

মন্তব্য করুন