সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৬১

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যাবসায়ীসহ ৬১ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ইয়াবা ও গাঁজাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২১ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় ২৫ কোটি ৩২ লাখ টাকার মাদকদ্রব্য ধংস

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।’

মন্তব্য করুন