ভারতে চিঠি লিখে করোনার টিকা ফিরিয়ে দিয়ে গেল চোর

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

করোনাভাইরাসের ১৭০০ ডোজ টিকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ভারতের এক চোর তা ফিরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার হরিয়ানার জিন্দের একটি হাসপাতালে ওই ব্যাগ ফিরিয়ে দিয়ে হাতে লেখা একটি চিঠি দিয়ে গেছে সেই চোর।

তাতে লেখা রয়েছে, ব্যাগে করোনার ওষুধ থাকার কথা জানা ছিলো না তার। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চুরি যাওয়া ওই ব্যাগে ভারতে অনুমোদন পাওয়া কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা রাখা ছিলো। জিন্দের জেনারেল হাসপাতালে স্টোর রুম থেকে ব্যাগটি হারিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে সেটির সঙ্গে একটি চিঠিও ফিরে পায় হাসপাতাল কর্মীরা। এখন ওই চোরকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এছাড়া এই ঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দুপুরের দিকে সিভিল লাইন পুলিশ স্টেশনের বাইরে একটি চায়ের দোকানে এক ব্যক্তির হাতে ব্যাগটি ধরিয়ে দেয় এক ব্যক্তি। থানায় খাবার সরবরাহ করা লোকটির হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে চোর পালিয়ে যায়।

পুলিশের সন্দেহ চোর সম্ভবত করোনার ওষুধ রেমডেভির ভেবেই টিকার ডোজগুলো নিয়ে পালিয়ে যায়।

মন্তব্য করুন