ঢাবির ছাত্রদল সভাপতি যা বললেন ডাকসু নির্বাচন নিয়ে

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
আল মেহেদী

পাবলিক ভয়েস: ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনেক বার বলেছি। দীর্ঘ ২৮ বছর পর হাইকোর্টের নির্দেশের কারণে আমরা এই নির্বাচনটা পেয়েছি। এতে আমরা অনেক খুশি। তবে এই নির্বাচনে আমাদের আশা ছিল, ক্যাম্পাসের হলগুলোর মধ্যে সহাবস্থানের পরিবেশ তৈরি হবে। তবে সেটা কিন্তু হচ্ছে না।

তিনি বলেন, ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। এটা সারা বাংলাদেশের। ১১ মার্চে অনুষ্ঠেয় এই নির্বাচনকে ঘিরে সব ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর একটা আশা আছে, এই নির্বাচন সুষ্ঠু হবে। তবে এখনও কিন্তু সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি।

বেসরকারী একটি টেলিভিশন টকশোতে ‘ডাকসু নির্বাচনের পরিবেশ কতটুকু আছে’ আলোচনায় এসে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার এ সব কথা বলেন।

ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের অবস্থান কি? জানতে চাইলে আল মেহেদী বলেন, ক্যাম্পাস হলগুলোর মধ্যে যদি সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে কাজ করার সুযোগ থাকতো, তাহলে কিছুটা সহবস্থান বাস্তবায়ন হতো। কিন্তু সেই সুযোগ প্রশাসন কর্তৃপক্ষ কতটুকু নিশ্চিত করতে পারছে এটাই মুখ্য বিষয়।

তিনি আরো বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে তারা তিনটি কমিটি গঠন করেছেন, ভোটের তারিখ ঠিক করেছেন। তারা ক্যাম্পাসে সহবস্থানের বিষয়টি মোটেও গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, তারা ডাকসু নির্বাচনকে ক্লাবের নির্বাচনের মতো করতে চাচ্ছেন। এরকম নির্বাচনে ক্যাম্পাসে সহবস্থান যদি না থাকে তাহলে ছাত্ররাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে?

তিনি আরো বলেন, ডাকসুকে মূলত আমরা যেভাবে দেখি, বাংলাদেশের ইতিহাসে পূর্ববর্তী এবং পরবর্তী ভূমিকা কি ছিল এ জন্য আমরা আশাবাদী। সেই জায়গায় যদি আমাদের সংগঠনগুলি সুষ্ঠু নির্বাচন না করতে পারে এবং তাদের অধিকারকে গুরুত্বের সাথে না দেখে তাহলে তো আমাদের চরম হতাশার সম্মুখীন হতে হবে।

নির্বাচনে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি বলেন, আমরা এখনো আশার আলো দেখছি। তবে বলতে চাই প্রশাসন শুধু তার নিজের পেশাদারিত্ব ঠিক রাখবেন। শুধু হাইকোর্টের নির্দেশ দেওয়ার কারণেই কেবল তারা দ্রুতগতিতে নির্বাচন সম্পন্ন করবে তা হবে না। তারা এতোবড় একটা নির্বাচনকে ক্লাবের নির্বাচনে পরিণত যেন না করে। বিশ্ববিদ্যালয়ে যদি সহবস্থান আনতে পারেন, তাহলে নির্বাচনে যাওয়ার বিষয়ে আমরা শতভাগ আশাবাদী।

মন্তব্য করুন