সারাদেশে আলেম-ওলামাদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করুন: পীর সাহেব চরমোনাই

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১

সারাদেশে নিরীহ নিরাপরাধ আলেম ওলামাদের যে কোন ধরণের হয়রানি বন্ধ করে নাশকতার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, গত ২৬ মার্চ থেকে গত তিনদিনে সারাদেশে যে নাশকতা হয়েছে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব।

দোষী সাব্যস্ত হওয়ার আগে সারাদেশে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র, শিক্ষকসহ মুসল্লিদের যে কোন ধরণের হয়রানী বন্ধ করতে হবে। মিথ্যা মামলা, হামলা করা থেকে বিরত থাকতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, হাটহাজারী ও বাহ্মণবাড়ীয়াসহ সারাদেশে পুলিশ-বিজিবিসহ দুস্কৃতিকারীদের গুলিতে নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে।

মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করে স্বাভাবিকভাবে কাজকর্ম করার পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন