

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আগামীকাল ২৫ মার্চ বেলা ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পতাকা র্যালী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
এতে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাসদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। এছাড়া কেন্দ্রীয়, নগর এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।