পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াই থেকে পুরোপুরি সরছে না আসাদউদ্দিন ওয়াইসি

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াই থেকে পুরোপুরি সরছে না আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)।

মুর্শিদাবাদের কয়েকটি আসনে প্রার্থী দিতে চায় দলটি। সেই লক্ষ্যে আগামী ২৭ মার্চ প্রথম দফার ভোটের দিনই রাজ্যে আসতে চান তিনি।

মুর্শিদাবাদে জনসভা করে মিম প্রধান ঘোষণা করবেন, কোন কোন আসনে প্রার্থী দেবে তার দল। দলীয় সূত্রে এ খবর জানা গেছে।

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আর বাকি দিনচারেক। অথচ, ভোট চিত্রে সেভাবে দেখাই মিলছে না আসাদউদ্দিন ওয়াইসির দলের।

একটা সময় যে আসাদউদ্দিন ওয়াইসিকে বাংলার নির্বাচনে বড় ফ্যাক্টর বলে মনে করা হচ্ছিল, সেই ওয়াইসি নির্বাচনী আবহে রাজ্যে পা পর্যন্ত রাখেননি।

মিমের রাজ্য নেতাদের অনেকেই দল ছেড়েছেন। যারা আছেন, তারাও জানেন না আদৌ মিম এবারের ভোটে লড়বে কিনা। আর লড়লে কোন জেলায় কোন আসনে লড়বে।

এ পরিস্থিতিতে দলের রাজ্য নেতাদের আশ্বস্ত করতে ফের মাঠে নামলেন হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি জানালেন, তার দল পশ্চিমবঙ্গের কিছু আসনে লড়বে। কোন জেলায়, কটি আসনে, সেটা ঘোষণা করা হবে আগামী ২৭ মার্চ।

২৭ মার্চই রাজ্যের চতুর্থ দফা ভোটের মনোনয়নের শেষদিন। যার অর্থ, রাজ্যের প্রথম চার দফার নির্বাচনে মিমের কোনো প্রার্থী থাকছে না।

ওয়াইসি চাইলেও পঞ্চম দফার আগের কোনো দফায় প্রার্থী দিতে পারছেন না। সূত্রের খবর, তেমন কোনো ইচ্ছাও মিম প্রধানের নেই।

এবারের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার লড়াই শুধু মুর্শিদাবাদেই সীমাবদ্ধ রাখতে চান তিনি। ওই জেলার ১৩টি আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে তার দলের।

আসলে আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট ভাঙার পরই বাংলার ভোটচিত্র থেকে হারিয়ে যায় মিম। জেলায় জেলায় মিমের নেতারা হয় আব্বাসের দলে, নয় তৃণমূলে যোগ দিয়েছেন।

মুর্শিদাবাদে অবশ্য আব্বাস কোনো আসনে লড়ছেন না। সম্ভবত সে কারণেই ওই জেলাকে টার্গেট করেছেন ওয়াইসি।

মন্তব্য করুন