শাল্লায় হামলার শিকার হিন্দু গ্রাম পরিদর্শন করলেন ইসলামী আন্দোলনের নেতারা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায় অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিতে আজ (২২ মার্চ) সোমবার শাল্লার নোয়াগাঁও গ্রামে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ক্বারী মুহিব্বুল্লাহ আজাদ, মোহাম্মদ জিলাই মিয়া জিলানি, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমদ তাসলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করেন এবং সার্বিক সহযোগিতা ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

তারা এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। ইসলাম অন্য ধর্মাবলম্বীদের ওপর এমন হামলা পছন্দ করে না। এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি প্রয়োজন। যেখানে আলেম-ওলামাকেও যুক্ত করতে হবে। তাহলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মন্তব্য করুন