

মশার উপদ্রব নিয়ে অতিষ্ট নগরবাসীকে সুখবর দিলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি মৌসুমে মশা মারতে এ সিটির ১০টি জলাশয়ে ব্যাঙ ছাড়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাঙাচি দিয়ে মশা মারার অভিনব একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর আওতায় এরইমধ্যে বিভিন্ন জলাশয়ে ১০ হাজার ব্যাঙের পোনা ছাড়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, ব্যাঙের পোনাগুলো আগামী কয়েক মাসের মধ্যে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হবে। এরপর মশার লার্ভা খেয়ে ফেলতে শুরু করবে।
পূর্ণাঙ্গ ব্যাঙগুলো পরবর্তীতে বংশবিস্তার করবে উল্লেখ করে তিনি বলেন, এসব ব্যাঙ মশার লার্ভা খেয়ে ফেলায় ক্রমান্বয়ে মশার বিস্তার রোধ করা সম্ভব হবে।
ব্যাঙের পোনাগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে পরিকল্পিতভাবে সংগ্রহ করা হয়েছে। এটি অভিনব হলেও মশা মারতে বেশ কার্যকরী বলে দাবি ডিএসসিসির কর্মকর্তাদের।
এর আগে মশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন জলাশয়ে ছাড়া হয়েছিল গাপ্পি মাছ, হাঁস ও তেলাপিয়া মাছ ইত্যাদি। সেসব উদ্যোগ সফল হয়েছে, তেমনটা শোনা যায়নি কখনো।