

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, দেশের ৫০তম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বাংলাদেশ।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, ধর্মীয় ইস্যুতে নরেন্দ্র মোদীর সমালোচনা করলে এদেশের এক শ্রেণির মানুষ তা গ্রহণ করতে পারে না। যার হাত বারংবার সর্বভারতীয় মুসলমানের রক্তে লাল হয়েছে। কখনো দাঙ্গায় কখনো জয় শ্রীরামের নামে, কখনো কাশ্মীর উদ্ধারের নামে অগণন মুসলিমের প্রাণ যে কেড়ে নিয়েছে।
সেসব প্রসঙ্গ বাদ দিয়েও যদি আমরা আমাদের প্রাপ্য অধিকার নিয়ে আলোচনা করি তবে দেখতে প্রায় স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানের ধুয়ো তুলে আমরা ভারতের প্রতি অনেক অনেক বিসর্জন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেই যাচ্ছি। বিনিময়ে সীমান্তে বাংলাদেশের জণগণ প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে।
বিজিবি এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করার নজিরও ভারতের সীমান্তরক্ষী বাহিনী দেখিয়েছে। ফেলানীর মত অসহায় মেয়েকে ঝুলতে হয়েছে কাঁটাতারে। এরচেয়ে লজ্জার আর কি’ইবা হতে পারে আমাদের জন্য।
প্রিন্সিপাল ফজলে বারী মাসউদ বলেন, বিগত সরকারগুলোর ন্যায় তিস্তা ও ফেনী নদীর পানি বন্টন চুক্তি বাস্তবায়ন করাতে ব্যর্থ হয়েছে সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র আগমন বাতিলের ব্যাপারে দলমত নির্বিশেষে সকলেই আজ দেশের স্বার্থে ঐক্যবদ্ধ।
অধিকার বঞ্চিত বাংলাদেশী জনগণ তাদের অধিকার আদায়ের ব্যাপারে আজ আর ছাড় দিতে চাই না। যে কারণে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে না দেয়াটাও ভারত সরকারের জন্য চরম শিক্ষার সুযোগ।