

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যকে একটি দেশের নেতার জন্য ‘অযথার্থ’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার তিনি বলেছেন, বাইডেনের মুখে এমন কথা মানায় না।
ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এরদোগান বলেন, ‘চৌকষ ও সম্ভ্রান্ত প্রত্যুত্তর দিয়ে কাজের কাজটিই করেছেন পুতিন।’ বুধবার বাইডেন রুশ প্রেসিডেন্টকে ‘খুনি’ ডাকার পর এরদোগানের এ মন্তব্য এলো।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘তাকে মূল্য দিতে হবে।’ কী রকম মূল্য, জানতে চাওয়া হলে বাইডেন বলেন, ‘শিগগিরই দেখতে পাবেন।’
বুধবার সম্প্রচারিত এ সাক্ষাৎকারে বাইডেন এটাও উল্লেখ করেন, ‘স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি’ নবায়নের মতো পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার ক্ষেত্রও রয়েছে।
বাইডেন বলেন, ‘আমি তাকে অন্যদের চেয়ে ভালো চিনি।’ এ সময় পুতিনের হৃদয় নেই বলেও উল্লেখ করেন তিনি। তাকে ‘খুনি’ মনে করেন কিনা জানতে চাওয়া হলে বাইডেন বলেন, ‘মনে করি’। পুতিনও এর জবাব না দিতে ছাড়েননি। বৃহস্পতিবার তিনি বলেন, ‘মানুষ নিজে যেমন, অন্যকেও তাই মনে করে।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রে নেটিভ আমেরিকানদের জবাই করা ও দাসত্বের ইতিহাস রয়েছে। দুঃখজনকভাবে, এর উত্তরাধিকাররা যুক্তরাষ্ট্রে এখনও আছে। তাছাড়া, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন কোথা থেকে এসেছে?’
পুতিন বলেন, ‘আমরা অন্যদের মধ্যে নিজেদের গুণাবলি দেখতে পাই এবং ভাবি, তিনি আমার মতোই।’ এ সময় তিনি রাশিয়ার জন্য লাভজনক জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ অব্যাহত রাখবেন বলেও জানান।