

ভারতকে অতীতকে কবর দিয়ে সামনে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
পাশাপাশি উপমহাদেশের দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার জন্য কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়টিও তুলে ধরেন। খবর-ডন অনলাইনের।
বৃহস্পতিবার ইসলামাবাদ নিরাপত্তা আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন বাজওয়া। তিনি বলেন, কাশ্মীর সমস্যা অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়ে।
তিনি বলেন, আমরা অনুভব করছি অতীত সময়কে কবর দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এ জন্য আমাদের প্রতিবেশী দেশকে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে; বিশেষ করে অধিকৃত কাশ্মীর নিয়ে।
ভারত নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের একদিন পরেই এমন আহ্বান জানালেন সেনাপ্রধান বাজওয়া। এর আগে বুধবার ইমরান খান বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রথমে ভারতকে এগিয়ে আসতে হবে।
ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীর আধাআধি করে দখলে রেখেছে। তবে দুই দেশই কাশ্মীরের পূর্ণ দখল দাবি করছে। এর ফলে কাশ্মীর নিয়েই প্রতিবেশী দেশ দুটির অধিকাংশ সংঘাতের ঘটনা ঘটে।