ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি করলে মৃত্যুদণ্ডের আইন করার দাবি

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

ইসমাঈল আযহার: সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজতে ইসলামের আয়োজনে শানে রিসালাত সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে। দুপুরের আগেই সমাবেশস্থল দিরাই স্টেডিয়াম মাঠ কানায় কানায় ভরপুর হয়ে উঠে। আগত তৌহিদী জনতা অবস্থান নেন পার্শ্ববর্তী দিরাই সরকারি কলেজ, বাসস্ট্যান্ড, নতুন বাগবাড়ী, ভরারগাঁও সড়কসহ আশপাশের এলাকায়।

সোমবার এ অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক জানান, বাংলাদেশে ইসলাম ধর্ম ও মহানবী সো.) কে নিয়ে কটূক্তি করলে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করতে হবে। ইসলাম বিপন্ন হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা ও ইসলাম একটা আরেকটার সঙ্গে জড়িয়ে আছে।

সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলনে মামুনুল হক এসব কথা বলেন। এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফর নিয়ে তিনি বলেন, তিনি মুসলিম উম্মাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো দিন এদেশে সফরে আসতে পারবেন না। কোনো কারণে আসার চেষ্টা করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। লক্ষাধিক মানুষকে সাক্ষী রেখে জুনায়েদ বাবুনগরী বলেন, মোদি বাংলাদেশে আসার চেষ্টা করলে দেশের ১৬ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না। কাপনের কাপড় নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মোদি ইসলাম ধর্মকে ধ্বংস করতে চান উল্লেখ করে তিনি আরও বলেন, কসাই মোদি গুজরাট, আহমেদাবাদে মুসলমানদের কচুকাটা করেছেন। ভারতীয় অনেক প্রাচীন মসজিদ ধ্বংস করেছেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে হেফাজতের নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম-মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন