ইসলামী আন্দোলনের সাবেক সিনিয়র নেতার ইন্তেকাল : রাত ১০টায় জানাযা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব বরেণ্য রাজনীতিক ও আলেমেদ্বীন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)

আজ শনিবার বিকেল ৩.৩০ মি. রাজধানীর জিগাতলায় তার বড় মেয়ের বাসায় তিনি ইন্তেকাল করেছেন।

ইন্তেকালের সময় তিনি স্ত্রী, ৫ মেয়ে, ১ ছেলে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে শারিরীক বিভিন্ন অসুস্থতা ভোগ করছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে – আজ রাত ১০টায় মরহুমের নামাজে জানাজা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

পীর সাহেব চরমোনাইসহ নেতৃবৃন্দের শোক ও দোয়া :

হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আজ এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ইসলামী আন্দোলনের শুরু থেকে প্রতিষ্ঠাতা আমীর হযরত পীর সাহেব হুজুর চরমোনাই রহ. এর সাথে কাজ করেছেন। তিনি একজন বরেণ্য রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক ছিলেন। তাঁর ইন্তেকালে ইসলামী অঙ্গণে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রাব্বুল আলামিন মরহুমের সকল গোনাহ মাফ করে তাঁকে জান্নাতের সর্বোচ্চা মর্যাদা দান করুন, আমীন।

এদিকে মরহুমের ইন্তেকালের সংবাদ পেয়ে মরহুমের লাশ দেখতে ছুটে যান দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও শ্রমিক আন্দোলনের জয়েণ্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

পুরানা পল্টনে দোয়া অনুষ্ঠিত :

হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরীর ইন্তেকালে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বাদ আছর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হযরত পীর সাহেব চরমোনাই রহ.এর সুযোগ্য সাহেবজাদা মুফতী সৈয়দ জিয়াউল করীম, দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ছাত্রনেতা নূরুল করীম আকরাম, শরীফুল ইসলাম রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর শোক প্রকাশ :

হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরীর ইন্তেকালে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আজ এক শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরী একজন বরেণ্য ও দক্ষ রাজনীতিবিদ ছিলেন। তিনি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার আন্দোলনে সদা তৎপর ছিলেন। তাঁর ইন্তেকালে ইসলামী অঙ্গণে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পুরণ হবার নয়। মহান রব্বুল আলামিন মরহুমের সকল গোনাহ মাফ করে তাঁকে জান্নাতের সর্বোচ্চা মর্যাদা দান করুন, সেইসাথে পরিবারবর্গকে সবর করার তওফিক দিন, আমীন।

মন্তব্য করুন