২২ গজের বাইরে এসে ৫ কি.মি. ম্যারাথনে প্রথম হলেন যবিপ্রবির ক্রিকেটার সুমি আক্তার
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১


আজাদুল ইসলাম সুমন: মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১। এরই ধারাবাহিকতায় দেশে বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে এই ম্যারাথন। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজিত ম্যারাথন প্রতিযোগীতায় নারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুমি আক্তার। ৫ কি. মি. দৌঁড়ে তিনি সময় নিয়েছেন ২৪ মিনিট।
এ সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে সুমি বলেন, ৫ কি.মি. দৌড় শেষে নিজের কনফিডেন্স বেড়েছে। পরবর্তীতে এমন কোন সুযোগ পেলে অংশগ্রহন করার ইচ্ছে রয়েছে ইনশাআল্লাহ।
জানা যায়, এর আগে সুমি আক্তার কখনই এমন কোন দৌড় বা ম্যারাথন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন নাই। তিনি মুলত একজন প্রমিলা ক্রিকেটার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাবেক এই শিক্ষার্থী বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট লীগে ঢাকা ডিভিশন এর নিয়মিত খেলেন ও প্রিমিয়ার লীগের নিয়মিত ক্রিকেটার। খেলেছেন কয়েকটি দলে, কলাবাগান কেসি, গুলশান ওয়াই সি, আনসার ভিডিপি, দিপালী যুব সংঘ ও বিকেএসপির হয়ে।
এছাড়াও সুমি আক্তার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট, ফুটবল,হ্যান্ডবল, অ্যাথলেটিক্স খেলায় বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্ত:বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছেন এবং তাতে বেশ কিছু সাফল্য লাভ করেন।
উল্লেখ্য, এ ম্যারাথন প্রতিযোগীতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে গত ১০ই জানুয়ারি ২০২১ থেকে। এরই ধারাবাহিকতায় দেশে বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে এই ম্যারাথন। সেখানে অংশগ্রহন করছে বিভিন্ন বয়সের নানা পেশার মানুষ।
গত ০৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ আয়োজন করেন ফরিদপুর জেলা প্রশাসন, যেখানে সহযোগীতা করেন ৯ পদাতিক ডিভিশন, বাংলাদেশ সেনাবাহিনী। যেখানে নারী ও পুরুষের জন্য নির্ধারিত ছিল ৫.০০ কি:মি মিনি ম্যারাথন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। ১ হাজারের বেশি দৌড়বিদ অংশগ্রহন করে এই ম্যারাথন প্রতিযোগীতায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ দেশব্যাপী মানুষের মাঝে নিয়ে এসেছে ব্যাপক উৎসাহ ও আনন্দ। এমন উপৎসাহে আনন্দে সফলভাবে পালিত হবে মুজিব শতবর্ষ অনুষ্টান সমাপনী বক্তব্যে সেটাই কামনা করেন আয়োজনে উপস্থিত বক্তারা।