

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, করোনাকালীন সারাদেশে হাজার হাজার মানুষের লাশ পরে থাকবে, অমুক রাস্তায় দশজন মরে পড়ে আছে এমন নানা ধরণের গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এজন্য আমি বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হোন। প্রায় সাত আট কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। তাই এখানে প্রচারণাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিগ্রেড কমান্ডার ও সাবেক সেনাপ্রধান খালেদ মোশাররফ(বীর উত্তম) এর কন্যা মাহজাবীন খালেদ এর সভাপতিত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটে অনলাইন ভিত্তিক সংগঠন কে-ফোর্স এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, একজন সাধারণ মানুষের, সাংবাদিক, লেখক, গৃহিণী, কৃষক, শ্রমিকের ডিজিটাল নিরাপত্তার জন্য যাতে কেউ সাংবাদিক, নারী, পুরুষের চরিত্র হনন করে, মিথ্যা সংবাদ ছড়িয়ে বিভ্রান্ত করতে না পারে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন। আর এখন প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে কয়েকজন ব্যক্তি দাবি করেন এই আইন বাতিল করতে হবে। ওরা চায় এ ধরণের গুজব রটানোর অবাধ অধিকার।
তিনি আরো বলেন, শুধু একটা সেলফি তুলে সেখানে কটা লাইক পেলেন সেটা না দেখে সরকার ও দেশের উল্পুয়ন প্রচার করুন। দেশের স্বার্থে কাজ করুন।
সাবেক সেনাপ্রধান খালেদ মোশাররফ(বীর উত্তম) এর কন্যা মাহজাবীন খালেদ বলেন, আমাদের যুদ্ধ এখন অনলাইন যুদ্ধ হবে। আমরা শুধু ২ নং নয় সব সেক্টর নিয়ে কাজ করবো।
কে-ফোর্স এর উপদেষ্টা জাকির আহমেদ বলেন, তরুণ প্রজন্ম এ সময়ের যোদ্ধা। তিনি সবাইকে অনলাইন ভিত্তিক যুদ্ধ চালিয়ে যেতে বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লায়লা শেখ, কোহেলি কুদ্দুস, হেলাল উদ্দিন, ইকবাল মাহমুদ বাবলু সহ আরো অনেকে।