ছাত্রকে বেদম পেটানো সেই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা; জানতে চায় হাইকোর্ট

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

হাটহাজারীতে মায়ের পিছু নেওয়া শিশু শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়ার বিরুদ্ধে আইনানুগ কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

আগামী রোববারের মধ্যে তা চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাটহাজারী থানার ওসিকে জানাতে বলা হয়েছে। সেই সাথে নির্যাতনের শিকার শিশুর পরিবারকে কোনো পক্ষ কোনো চাপ সৃষ্টি করেছিল কি না, নির্যাতিত শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে কি না, শিশুটির পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে কি না- সেসব তথ্যও জানাতে বলা হয়েছে তাদের।

রাষ্ট্রপক্ষ থেকে বিষয়টি নজরে আনার পর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আরও পড়ুন- 

ছাত্রটির বাবা-মায়ের কাছে মাফ চেয়েছে ওই শিক্ষক, মেনে নিলেন অন্যায়

ছেড়ে দেওয়ার পর ফের গ্রেফতার সেই শিক্ষক

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, আইনানুগ ব্যবস্থার বিষয়টি ছাড়াও নির্যাতনকারী ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে কিনা, ওই মাদ্রাসা থেকে তাকে বরখাস্ত করা হয়েছে কিনা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসেছে- ভুক্তোভোগী শিক্ষার্থীর মা-বাবা নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন, ফলে হাটহাজারী থানার শিক্ষক ইয়াহিয়ার বিরুদ্ধে করা মামলা কোনো পক্ষের চাপের কারণে প্রত্যাহার করা হয়েছে কিনা- ইত্যাদি বিষয়গুলোসহ একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া নির্যাতনকারী ওই শিক্ষককে বরখাস্ত করার দায়িত্ব জেলা শিক্ষা কর্মকর্তার কি না, তাও আদালতকে জানাতে বলা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাশার বলেন, “এ ধরনের ঘটানা প্রায়ই দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকদের কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছে। এ ঘটনাগুলো বারবার সামনে এলেও পরবর্তীতে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, বা হয়েছিল এগুলা কিন্তু জানা যাচ্ছে না। ফলে এই ঘটনাগুলো বারবার ঘটেই চলেছে। এটি তো একটি নীতি-নৈতিকতার বিষয় যে, শিশুর প্রতি কী ধরনের মানবিক আচরণ করতে হবে, কিন্তু কোনো কিছুই তাদের নিবৃত করতে পারছে না।

মন্তব্য করুন