‘আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে প্রয়োজন ইলমে দ্বীনের’

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১

আবু তালহা তোফায়েল: আমাদের সবচেয়ে আপন ও কাছের যে জন তিনি মহান রাব্বুল আলামীন। আর তাঁকে আপন করে নিতে হলে এবং তাঁর আপন হতে হলে তাঁর (আল্লাহর) সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তাঁর সাথে এডজাস্ট হতে হবে। দু’টো কাপড়ের টুকরো এক করতে হলে সুই-সুতোর প্রয়োজন, দু’টো ইটের টুকরো এক করতে হলে বালু সিমেন্টের প্রয়োজন, দু’টো কাটের টুকরো এক করতে হলে লোহার প্রয়োজন, ঠিক তেমনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে প্রয়োজন ইলমে দ্বীনের।

ইলমে দ্বীন শিক্ষা ছাড়া আল্লাহকে আপন করা যাবে না। তাই আমাদের প্রতিটি ঘরকে নববী কানন বানাতে হবে। সপ্তাহে কমপক্ষে একদিন একঘন্টা ইলমে দ্বীনের পিছে সময় দিতে হবে। পরিবারের সদস্যদের নিয়ে এই শিক্ষা চালু করতে হবে। বর্তমানে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য নানান কৌশল অবলম্বন করছে ষড়যন্ত্রকারীরা। তাই আমরা ইলমে দ্বীনের শিক্ষা কার্যক্রম পরিবারে চালু করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে।

১০ মার্চ (বুধবার) রাত ৯টায় ক্বামরুল ইসলাম মুহউসসুন্নাহ বাগেরখাল মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওলি ইবনে ওলি রশিদুর রহমান ফারুক বর্ণভী উপরিউক্ত কথাগুলো বলেন।

মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আব্দুল কাদির বাগেরখালী ও খলিফায়ে ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক চাক্তার যৌথ সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল ওয়াদুদের পরিচালনায় উক্ত মাহফিলে পীর সাহেব বরুণা আরও বলেন যে, আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৬ বছর চলছে, সারাদেশে ইসলামের কাজ আঞ্জাম দিতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং এর নিয়মিত আমলগুলো চালিয়ে যাবো।

আমরা যদি গভীরভাবে এই তিনটা কথা চিন্তা করি যে, কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যাবো? তাহলে আমাদের আত্মশুদ্ধি হয়ে যাবে। এগুলোই হচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রম।

পরিশেষে আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী সাহেব আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান।

মন্তব্য করুন