শ্রীলংকায় একের পর এক মুসলিম বৈষম্যমূলক আইন

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

করোনায় মারা যাওয়া মুসলিমদের লাশ পোড়ানোর ফলে তীব্র সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন ইস্যুতে ইসলামবিরোধিতায় নেমেছে শ্রীলংকা। দেশটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনহীন সব ধরণের ইসলামী বই আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

এমন পদক্ষেপে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় কেউ মারা গেলে তার লাশ জন-বিচ্ছিন্ন দূরবর্তী দ্বীপে কবর দেয়া হবে বলে জানা গেছে।

শ্রীলঙ্কা সম্প্রতি মুসলিম বিবাহ আইন পরিবর্তন করার পাশাপাশি নারীদের নেকাব পরা নিষিদ্ধ করেছে। যার ফলে দেশটিতে তীব্র বিক্ষোভের সূত্রপাত করেছে এবং সরকার ও তামিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে।

দেশটির সরকার মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার জন্য অভিযুক্ত। তবে কর্মকর্তারা লাগাতারভাবে এ বৈষম্যমূলক আইনের কথা অস্বীকার করেছেন।

‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের’ জ্যেষ্ঠ পরামর্শক অ্যালান কেনেনও শ্রীলঙ্কায় মুসলমানদের প্রতি ক্রমবর্ধমান বৈষম্যের উপর জোর দিয়েছেন। এছাড়া, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোর ওপর নজর রাখছেন বলেও জানা গেছে। সূত্র: তামিল গার্ডেন

মন্তব্য করুন