

পাবলিক ভয়েস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২তম ম্যাচে মুখোমুখি রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। আজ শনিবারের (২৬ জানুয়ারি) ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়া দুটি দলে একাধিক তারকা ও শক্তিশালী খেলোয়াড় আছে। ৯ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে রাজশাহীর অবস্থান ছয়ে। আর ৮ ম্যাচে ৫ জয় নিয়ে কুমিল্লা আছে টেবিলের চারে।
রাজশাহী কিংস একাদশ:
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান(উইকেটরক্ষক), আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাটে, লরি ইভান্স, ফজলে মাহমুদ, ক্রিস্টিয়ান জঙ্কার ও সেক্কুলে প্রশন্ন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ:
তামিম ইকবাল, আনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, জিয়াউর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), লিয়াম ডসন, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদি হাসান।