

কয়েক মাস আগে কলকাতায় একটি কালীপূজার অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।
মহসীন তালুকদার নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে রামদা হাতে সাকিবকে খুনের হুমকি দেয়। বিষয়টি নিয়ে মিডিয়ায় তোলপাড় হলে মহসীনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার সেই মহসীনের জামিন আবেদনের শুনানিকালে বিচারক ধর্মীয় স্বাধীনতা নিয়ে মত প্রকাশ করেন।
আদালত বলেছেন, একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ জন্য কেউ তাকে হত্যার হুমকি দিতে পারে না।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
একই সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় আসামি মহসীন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০২০ সালের ১২ নভেম্বর কলকাতায় গিয়ে একটি কালীপূজার অনুষ্ঠানে যান সাকিব আল হাসান। তিনি পূজা উদ্বোধন করেছেন বলে খবর বের হলেও পরে সাকিব এবং আয়োজকরা তা অস্বীকার করেন।