

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২০২১ আয়োজন করেছে আহবাবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।
আগামীকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে দুপুর ৩টা থেকে এ সম্মেলন শুরু হবে।
সংগঠনের মহাসচিব শায়েখ মুফতি রহমাতুল্লাহ জানান, এ আন্তর্জাতিক কেরাত সম্মেলনে মিশর, তানজানিয়া, তুরস্ক, আফগানিস্তান ও ইরানের শ্রেষ্ঠ কারীরা উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারীরাও অংশগ্রহণ করবেন।