ইসলাম ও মুসলিমদের চিহ্ন মুছে ফেলছে ভারত; ঐতিহাসিক স্থানের নাম পরিবর্তন

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা ঐতিহাসিক স্থান বা স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে। যার প্রায় সবগুলোর নামের সঙ্গে ইসলাম বা মুসলমানদের সংশ্লিষ্টতা রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ঐতিহাসিক হোশাঙ্গাবাদ জেলার নাম পরিবর্তন করে নর্মদাপুরম করার ঘোষণা দেওয়া হয়েছে।

মধ্য প্রদেশের ক্ষমতায় থাকা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। নর্মদা জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে পার্সটুডে।

জানা যায়, মধ্য প্রদেশের অন্যতম একটি প্রধান শহর হলো হোশাঙ্গাবাদ জেলা। যা পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠা করেন মান্দুর (মালওয়া) দ্বিতীয় রাজা সুলতান হুশাঙ্গ শাহ ঘোরী। শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত। এখানেই অবস্থিত সাতপুরা পর্বত।

বিগত গত কয়েক বছর ধরেই হিন্দুত্ববাদী বিজেপির পক্ষ ওই নাম পরিবর্তনের জন্য জোরালো দাবি তোলা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এবার হোশাঙ্গাবাদের নাম পরিবর্তনের ঘোষণা আসলো।

অবশ্য বিজেপিশাসিত রাজ্যগুলোতে নাম পরিবর্তনের এই উদ্যোগ নতুন নয়। এর আগে ইলাহাবাদ নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেছিল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এ ছাড়া মুঘলসরাই রেল স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। একই সঙ্গে হায়দরাবাদ-এর নাম পরিবর্তন করে ভাগ্যনগর করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য প্রদেশে বেছে বেছে ঐতিহাসিক স্থান এবং শহরগুলোর নাম পরিবর্তন করার চেষ্টা করছেন সেখানকার ক্ষমতাসীন বিজেপি নেতারা। ইতোমধ্যে জোরালো দাবি তোলা হয়েছে মধ্য প্রদেশের রাজধানী ভোপালের ঈদগাহ হিলস, ইকবাল ময়দান, হাবিবগঞ্জ স্টেশনের নাম পরিবর্তনের।

এ ছাড়া হোশঙ্গাবাদের নাম পরিবর্তনের দাবিও কয়েক বছর আগে তোলা হয়েছে। সেই দাবির প্রেক্ষিতে এবার হোশঙ্গাবাদের নাম পরিবর্তন করে নর্মদাপুরম করার ঘোষণা দেওয়া হলো।

মন্তব্য করুন