ইসরায়েলি জেল থেকে স্পার্ম পাঠিয়ে ৯৬তম ফিলিস্তিনি শিশু মুজাহিদের জন্ম

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

ইসরায়েলের কারাগারে বন্দী গাজা ভূখণ্ডের বাসিন্দা এক ফিলিস্তিনি নাগরিকের স্ত্রী বৃহস্পতিবার তাদের প্রথম ছেলের জন্ম দিয়েছেন। কারাগারে আটক মোহাম্মদ আল-কিদরার চালান করা স্পার্মে স্ত্রীর গর্ভসঞ্চারের মাধ্যমে এই প্রক্রিয়ায় ৯৬তম ফিলিস্তিনি শিশুটির জন্ম হয়েছে। মিডল ইস্ট মনিটর

২০১৪ সালের জুলাইয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের সময় মোহাম্মদ আল-কিদরাকে গ্রেফতার করা হয়। ৩৫ বছর বয়সী আল-কিদরাকে ওই সময় ১১ বছরের কারাদণ্ড দেয় ইসরাইলি আদালত। মোহাম্মদ আল-কিদরার ছেলে মুজাহিদ তার ও তার স্ত্রীর চতুর্থ সন্তান। তার ফুফু নাদিয়া আল-কিদরা জানান, ইসরাইলি দখলদাররা চার বছর মোহাম্মদের সাথে তার স্বজনদের সাক্ষাত করতে দিচ্ছে না।

আনাদোলু এজেন্সিকে সাক্ষাতকারে তিনি বলেন, ‘কিন্তু আমরা বিশেষ পন্থায় স্পার্ম নিয়ে আসি এবং এই অপারেশন সফল হয়েছে। আল্লাহর শোকর এই সফলতার জন্য।’ তিনি বলেন, ‘আমাদের আনন্দ বিশাল কিন্তু তা অসম্পূর্ণ। কারণ শিশুর বাবা উপস্থিত নেই। আমরা প্রত্যাশা করি সে আমাদের সাথে উপস্থিত হয়ে এই আনন্দকে পূর্ণ করবে।’

ফিলিস্তিনি বন্দী বিষয়ক সংস্থার তথ্যানুসারে, ইসরাইলের কারাগার থেকে বাবার স্পার্ম চালান করে এনে মায়ের গর্ভসঞ্চারের মাধ্যমে জন্ম নেয়া ৯৬তম শিশু মুজাহিদ।

মন্তব্য করুন