কাশ্মীর নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত: পাকিস্তান

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি বিশ্বকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী এমন অভিযোগ করেছেন।

ইসলামাবাদের পক্ষ থেকে এমন সময় এই মন্তব্য করা হলো যখন নয়াদিল্লি সেখানে অবস্থানরত বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের কাশ্মির পরিদর্শনে নিয়ে যাওয়ার আয়োজন করছে।

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী সোমবার বলেন, ভারত চেষ্টা করছে, বিদেশি কূটনীতিকদের কাশ্মির উপত্যকায় নিয়ে গিয়ে তাদেরকে সেখানকার পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য দিতে। তারা দখলকৃত কাশ্মির পরিস্থিতি নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে।

তিনি আরো বলেন, নয়াদিল্লিতে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের নিয়ে কাশ্মির সফরের আয়োজন করতে যাচ্ছে ভারত, যাতে বিশ্ব সম্প্রদায়কে ভুলপথে পরিচালিত করা যায়। ডন বলছে, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইউরোপিয়ান ও উপসাগরীয় দেশগুলোর কূটনীতিকদের জম্মু-কাশ্মির সফরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ভারত।

এর মাধ্যমে নয়াদিল্লি বিশ্বকে দেখানোর চেষ্টা করছে যে, কাশ্মির উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারতের বর্তমান হিন্দুত্ববাদী সরকার ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের বিশেষ ধারা বাতিল করে জম্মু-কাশ্মির রাজ্যের মর্যাদা বাতিল করে এবং জম্মু ও কাশ্মির নামে কেন্দ্র শাসিত দুটি অঞ্চলে পরিণত করে।

ওই ঘটনার প্রতিবাদে যাতে বড় ধরনের কোনো আন্দোলন হতে না পারে, সেজন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে ভারত সরকার। কাশ্মিরে প্রায় দেড় বছর ৪-জি ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর সম্প্রতি তা চালু করা হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মিরের পরিস্থিতি দেখাতে এর আগেও বিদেশি কূটনৈতিকদের সফর করিয়েছে ভারত। তবে সেই সফরে কূটনীতিকদের কোনো স্বাধীনতা ছিল না বলে অভিযোগ রয়েছে। এমনকি স্বাধীনতা না থাকায় কোনো কোনো কূটনৈতিক সফরেই যায়নি।

মন্তব্য করুন