প্রথমবারের মতো ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

প্রথমবারের মতো ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত বছরের সেপ্টেম্বরে দু’দেশের মধ্যকার স্বাক্ষরিত সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তির আওতায় এ পদক্ষেপ নিলো আরব দেশটি।

ইসরায়েলে আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহমুদ আল খাজা। তাকে শপথ বাক্য পাঠ করান আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এবং শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে রশিদ আল-মাকতুম রাষ্ট্রদূত খাজাকে, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আরো গভীর করা ও দায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে সব কর্মকাণ্ড পরিচালনা করতে আহ্বান জানান। যেন উভয় দেশের শান্তি, সহাবস্থান এবং ধৈর্য্যের সংস্কৃতি বজায় থাকে।

এর আগে গত জানুয়ারিতে আবুধাবিতে দূতাবাস খুলেছে ইসরায়েল। সেখানে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এইতান নায়েহ। আর তেলআবিবে দূতাবাস স্থাপন করেছে আমিরাত।

মন্তব্য করুন