

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের সন্দেহভাজন দেহরক্ষী ইব্রাহিম ওসমান ইব্রাহিম ইদ্রিস সুদানের বন্দরনগরে মারা গেছেন। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৬০ বছর। আল আওসাত আজ শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, তিনি ওসামা বিন লাদেনের দেহরক্ষী সন্দেহ হওয়ার পর তাকে কিউবার গুয়ান্তানামো বে’র কারাগারে বন্দি করা হয়। পরে তিনি আমেরিকার জন্য হুমকির কারণ না হওয়ায় ওবাবা প্রশাসন তাকে মুক্তি দেয়।
ওয়াশিংটনে সুদানের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী ক্রিস্টোফার কুরান বলেছিলেন, তিনি ‘গুয়ান্তানামোতে চিকিৎসা সংক্রান্ত জটিলতায় ভুগলেন।’
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মৃত্যুর সঠিক কারণটি সঙ্গে সঙ্গেই জানা যায়নি, তবে ইদ্রিস তার নিজের দেশে মায়ের বাড়িতে অসুস্থতায় ভুগছিলেন।
সুদানের অপর প্রাক্তন বন্দী সামি আল-হাজ দাবি করেছিলেন, গুয়ান্তানামোর মার্কিন নৌঘাঁটিতে ইদ্রিসকে নির্যাতন করা হয়েছে।