

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রচারিত তথ্যচিত্র কাটপিস করে বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার গাজীপুরের শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে করদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিভিন্ন জায়গা থেকে কাটপিস জোগাড় করে কিভাবে একটা কিছু বানাইছে তারা। আর প্রধানমন্ত্রীকে এ জন্য দায়ী করেছে। এটা কোনো যুক্তিতেই ঠিক নয়।
তিনি বলেন, তথ্যচিত্রটি তৈরির সঙ্গে কারা এবং কিভাবে জড়িত, তা খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। একজন ব্যক্তির কর্ম দিয়ে তাকে বা তার আত্মীয়কে অভিযুক্ত করা যেতে পারে। তাই বলে রাষ্ট্রপ্রধানকে নয়।
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি যেদিন মুক্তিযুদ্ধ করেছিলেন, সেদিন মুক্তিযোদ্ধা এবং তখন বীরত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই খেতাব পেয়েছে এটাও সঠিক। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার দালিলিক প্রমাণ আছে। সেই জন্য তাকে বঙ্গবন্ধুর খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত কোনো রাজনৈতিক বা আক্রোশমূলক নয় বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর অঞ্চলের কর কমিশনার মো. খায়রুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার সাদাত সরকার।