কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপে ভারত; স্বস্তিতে পাকিস্তান

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

কাশ্মীর ইস্যুতে এবার ভারতকে চাপে ফেলেছে আমেরিকা। ৫ ফেব্রুয়ারি ‘কাশ্মীর আমেরিকান ডে’ হিসাবে পালনের প্রস্তাব পাস করল নিউ ইয়র্কের প্রাদেশিক আইনসভা।

নাদের সায়েঘ নামে সদস‌্য অন‌্য ১২ জনের সমর্থনে নিউ ইয়র্ক অ‌্যাসেম্বলিতে ৫ ফেব্রুয়ারিকে ‘কাশ্মীর আমেরিকান ডে’ হিসাবে পালন করার প্রস্তাব পেশ করেন। ভোটাভুটিতে যা পাস হয়ে যায়। এরপরই তা স্থানীয় গভর্নর অ‌্যান্ড্রু‌ কুয়োমোর কাছে পাঠানো হয়।

প্রস্তাব পেশ করার সময় বলা হয়, বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে কাশ্মীরি সম্প্রদায়ের মানুষ ইচ্ছাশক্তির ফলে নিজেদের নিউ ইয়র্কের উন্নত ও গুরুত্বপূর্ণ অভিবাসী সম্প্রদায় হিসাবে তুলে ধরেছে। একে সম্মান জানাতেই ‘কাশ্মীর আমেরিকান ডে’ পালন করা উচিত। স্বভাবতই বিষয়টিকে ভালভাবে নেয়নি ভারত।

ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, ভারতের বৈচিত্রের মধ্যে ঐক‌্য দুনিয়ার কাছে জলজ‌্যান্ত এক উদাহরণ। জম্মু-কাশ্মীরও যার অবিচ্ছেদ‌্য ও অপরিহার্য অঙ্গ। এই সিদ্ধান্ত ভারতীয় ঐতিহ্যে আঘাত হানবে। মানুষে মানুষে বিভেদ তৈরি করবে। আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছি।

নিউ ইয়র্ক অ্যাসেম্বলির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তারা আগেই ৫ ফেব্রুয়ারি ‘কাশ্মীর দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় পাক কনসুলেট জেনারেল টুইট করে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সায়েঘ এবং দ্য আমেরিকান পাকিস্তানি অ্যাডভোকেসি গ্রুপকে।

আরও ইঙ্গিতপূর্ণ মন্তব‌্য করেছেন জো বাইডেন। বাইডেনের মুখপাত্র জেড তারার জানিয়েছেন, প্রেসিডেন্ট চান কাশ্মীর সমস‌্যার দ্রুত সমাধান হোক। মানবাধিকার নিশ্চিত করা আমেরিকার অন‌্যতম প্রধান লক্ষ‌্য। বাইডেন চান গোটা দুনিয়াতেই তা অটুট থাক। এই প্রসঙ্গে তিনি টেনে আনেন কাশ্মীরের ফোর জি কানেকশন-সহ অন‌্যান‌্য মানবাধিকারের প্রসঙ্গ।

মন্তব্য করুন