স্বাধীনতার বিরুদ্ধে নিজস্ব সিদ্ধান্ত নিলেন এরদোগান?

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

তুরস্কের সর্বাধিক মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইস্তাম্বুলের বোগাজিসি বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ (আইন ও যোগাযোগ অনুষদ) চালু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শনিবার অফিসিয়াল গেজেটে প্রকাশিত এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অবশ্য সমালোচকরা বলছেন যে, নতুন বিভাগ স্থাপনের ফলে রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত রেক্টর তার কর্মীদের সরকারের অনুগত হতে বাধ্য করতে পারেন। নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে জড়িত ছাত্র সংগঠনগুলো বলছে, এটি একাডেমিক স্বাধীনতার বিরুদ্ধে সরকারের নিজস্ব সিদ্ধান্ত।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এরদোয়ানের ক্ষমতাসীন দলের সঙ্গে যোগসূত্র থাকা নতুন রেক্টর মেলিহ বুলুর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোরন করে আসছেন। তাদের দাবি হলো- বুলুর পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়কে তার নিজস্ব পদ্ধতিতে রেক্টর নির্বাচনের অনুমতি দিতে হবে।

এদিকে, বিক্ষোভের ঘটনায় চলতি সপ্তাহে কেবল ইস্তাম্বুল থেকেই আড়াই শ’র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এছাড়া আঙ্কারা থেকে আরো ৬৯ জনকে আটক করা হয়। তবে ইতোমধ্যে এদের অধিকাংশকেই ছেড়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্দোলরত সেই শিক্ষক ও শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, তার সরকার ২০১৩ সালের মতো তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হতে দেবে না। যে তরুণরা আন্দোলন করছে তদের মধ্যে তুরস্কের জাতীয় এবং আধ্যাত্মিক মূল্যবোধ নেই। তারা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। এই দেশটি সন্ত্রাসীদের দ্বারা চালিত হবে না। আমরা তা প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবো, গত বুধবার ক্ষমতাসীন একে পার্টির এক সভায় তিনি এসব কথা বলেন।

মন্তব্য করুন