করোনা রোধে ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল সৌদি

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রমণ নিষেধাজ্ঞার সময় বাড়িয়েছে সৌদি আরব। আকাশ, স্থল ও সমুদ্রপথের মাধ্যমে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা ১৭ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। খবর আরব নিউজ ও সৌদি গেজেট

সৌদি আরবের বাসিন্দাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এবং বন্দরগুলো এ বছরের ৩১ মার্চ খুলে দেওয়ার কথা ছিল দেশটির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, ৩১ মার্চ বাসিন্দাদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিয়ে বন্দর খুলে দেওয়া হবে। তবে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি এবং বিশ্বের বিভিন্ন দেশে নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়ানো দেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬৭ হাজার পাঁচশ ৪৩ জন এবং মারা গেছে ছয় হাজার তিনশ ৬৮ জন।

মন্তব্য করুন