

ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। দুই মাস আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই তথ্য ফাঁস করার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। মিডল ইস্ট মনিটর।
‘‘রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক বদলে গেছে এবং এটা প্রকাশ পেয়েছে যে, সৌদিরা ইসরায়েলের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সৌদি আরব মার্কিন মধ্যস্থতায় অপ্রত্যক্ষ যোগাযোগের জবাব দেয়নি। বৈঠক সম্পর্কিত সংবাদ ফাঁস হওয়ার প্রতিক্রিয়ায় এই কথা বলেছে আরব রাষ্ট্রটি।’’ নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এসব কথা জানিয়েছেন।
অবশ্য বৈঠকের কথা অস্বীকার করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ফিলিস্তিন ইস্যুতে অগ্রগতি না হলে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না বলেও ফয়সাল বিন ফারহানের বরাত দিয়ে জানিয়েছেন এই ইসরায়েলি কর্মকর্তা।