

নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ভাসানচরে পাঠানো হয়েছে রোহিঙ্গাদের। রোহিঙ্গা শিশুদের জন্য সেখানে শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম। দ্রুত সেখানে স্কুলও চালু করা হবে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ঘুরে গেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দল। সেইসঙ্গে স্কুল চালু করতে শিক্ষার্থী ও শিক্ষক সংগ্রহের কাজও শুরু হয়েছে।
তবে গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভাসানচরে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ফলে প্রতিটি সকাল সেখানকার চারপাশ মুখরিত হয় কয়েকশ শিশুর কলকাকলিতে।
মাদ্রাসার পাশাপাশি রোহিঙ্গা শিশুদের জন্য ইংরেজি ও রাখাইন ভাষায় শিক্ষাদানের পরিকল্পনাও রয়েছে সরকারের। ইতোমধ্যে শুরু হয়েছে শিক্ষার্থীর তালিকা তৈরির কাজ। পাশাপাশি চলছে শিক্ষক বাছাইয়ের কাজও।
আরও আগে থেকেই ভাসানচরে স্কুলের অবকাঠামো প্রস্তুত। এনজিওগুলো চাইলেই যেকোনো সময় সেখানে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে। বিষয়টি জানিয়েছেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধূরী।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি টিম এসে এখান থেকে ঘুরে গেছে। এদের শিক্ষার পদ্ধতি কী হবে, সেটাই তারা দেখে গেছে। এক মাসের মধ্যেই একটা অগ্রগতি দেখা যাবে।
প্রসঙ্গত, ভাসানচরে রয়েছে ১২০টি সাইক্লোন শেল্টার। এর দুটি রাখা হয়েছে স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য।