ফিলিস্তিনে বসতি বাড়ানোর ঘোষণায় হামাসের তীব্র নিন্দা

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যান তেল আবিবকে বসতি স্থাপন বাড়ানোর আহ্বান জানিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার এ নিন্দা জানান হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সদস্য বাসেম নাইম।

এর আগে সোমবার ইসরায়েলের টিভি-৭ নিউজ জানায় যে, সম্প্রতি নিহত এক ইহুদির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ আহ্বান জানান ফ্রেডম্যান। ১১ দিন আগে জেনিনে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার হত্যার প্রতিক্রিয়া হিসেবে পশ্চিম তীরে বসতি স্থাপনের গতি বাড়ানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান ফ্রেডম্যান।

গত ২০ ডিসেম্বর পশ্চিম তীরের উত্তরে তাল মেনাশে বসতির কাছে সেটলার এস্টার হরজেনকে হত্যা করা হয় বলে খবরে বলা হয়েছে।

হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অফিসের সদস্য বাসেম নাইম এক বিবৃতিতে জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদি শত্রুদের সমর্থনকারী, ফ্রেডম্যানের কথায় সেটাই নিশ্চিত করে। বাসেম নাইমের ওই বিবৃতির কপি হস্তগত হওয়ার দাবি করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু। নাইম আরো বলেন, ফ্রেডম্যান হলেন একটি শক্তিশালী দেশের রাষ্ট্রদূত। ফলে আন্তর্জাতিক আইন মেনে চলা ও ইসরায়েলের বসতি স্থাপনের বিষয়টি প্রত্যাখ্যান করা উচিত।

কারণ এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গৃহীত। হামাসের এই সদস্য মার্কিন রাষ্ট্রদূতকে অভিযুক্ত করে বলেন, ‘তিনি আরো বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা এবং জঙলি আইনকে আরো শক্তিশালী করার উস্কানি দিচ্ছেন।’ তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ফ্রিডম্যানের বক্তব্য আমাদের জনগণের অবিচ্ছেদ্য অধিকারের সরাসরি লঙ্ঘন।

ইসরায়েলি মানবাধিকার আন্দোলন ‘পিস নাউ’ নিশ্চিত করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলিতে বসতি স্থাপন কার্যক্রম দ্বিগুণ হয়েছে।

সংগঠনটির প্রকাশিত তথ্যমতে, নভেম্বরের শেষ নাগাদ পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ইসরায়েলের ৬ লাখ ৬১ হাজার বসতি রয়েছে। এর মধ্যে ১৩২টি বৃহত্তর জনবসতি এবং ১২৪টি র্যা ন্ডম সেটেলমেন্ট ফাঁড়ি (ইসরায়েলি সরকার অনুমোদিত নয়) রয়েছে।

আই.এ/

মন্তব্য করুন