‘ইলমী অঙ্গনের অন্যতম নীতি নির্ধারক মুফতি ওয়াক্কাস’

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

আল্লামা মুফতী মুহাম্মাদ ওয়াক্কাসকে ইলমী অঙ্গনের অন্যতম নীতি নির্ধারক বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক। আজ বুধবার নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক। 

মাওলানা মামুনুল হকের স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হল-

আল্লামা মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস হাফিজাহুল্লাহ। বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন। আমার দেখা একজন শ্রেষ্ঠ রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিত্ব। ইলমী অঙ্গনের অন্যতম নীতি নির্ধারক তিনি।

বাংলাদেশে ইসলামী রাজনীতি ও শিক্ষার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। কওমী মাদরাসার জাতীয় বোর্ড বেফাকের প্রায় সূচনাকাল থেকে তিনি এর সাথে জড়িত। আল্লামা নূর হুসাইন কাসেমী রাহিমাহুল্লাহর পর তিনিই বেফাকের প্রবীনতম ব্যক্তিত্ব।

সিনিয়রিটির ধারাবাহিকতায় বেফাকের সিনিয়র সহসভাপতির দায়িত্বে তিনিই ছিলেন সকলের প্রত্যাশিত। একান্ত প্রয়োজন দেখা না দিলে ধারাবাহিকতার ক্ষুন্নতা অনেক অস্থিরতার জন্ম দেয়।

আল্লামা মুফতী ওয়াক্কাস হাফিজাহুল্লাহর সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্বগ্রহনের মধ্য দিয়ে জাতীয় প্রতিষ্ঠান বেফাক এবং সেই সূত্রে আলহাইআতুল উলয়ায় স্থিতিশীলতা মজবুত হওয়ার ক্ষেত্রে আরও একধাপ অগ্রগতি হল।

ঐক্য, সংহতি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই ট্রাডিশন আগামী দিনের জন্যও মাইলফলক হয়ে থাকবে। আমরা এই নতুন দায়িত্বে মুফতী সাহেবের সার্বিক সাফল্য কামনা করি।

আই.এ/

মন্তব্য করুন