

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি আল্লামা নোমান ফয়জীর ছেলে মাওলানা হাসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এছাড়াও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তার আর এক সন্তান হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
তিনি জানান, গতকাল রোববার (২১ মার্চ) রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। হাই ডায়াবেটিস ও পেশাবের রাস্তায় ইনফেকশন দেখা দিয়েছিলো তার। উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি। এরপর আজ সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
এদিকে দেশবাসীর কাছে আল্লামা নোমান ফয়জীর ছেলে মাওলানা জাকারিয়া ফয়জী বাবার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।
মাওলানা নোমান ফয়জী বাংলাদেশের প্রথিতযশা আলেম মুফতি ফয়জুল্লাহ রহ. এর দৌহিত্র ছিলেন। তিনি চট্টগ্রামের প্রবীণ এবং প্রসিদ্ধ আলেমদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ছিলেন।