বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত ; অংশ নিচ্ছেন দুই পক্ষই

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

পাবলিক ভয়েস: দীর্ঘদিনের বিবাদ অবসান হয়ে শেষ পর্যন্ত তাবলীগের দুই পক্ষ এক হয়েছে। গতকাল ধর্ম মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ জায়েদের উপস্থিতিতে তাবলিগের দুই পক্ষ এক হয়ে বিশ্ব ইজতেমা সম্পন্ন করার পক্ষে সম্মতি দেন। গতকাল (২৩ জানুয়ারি) জানানো হয়েছিল আজ (২৪ জানুয়ারি) বিশ্ব ইজতেমা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সেই পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছরের (২০১৯ সালের) বিশ্ব ইজতেমা ১৫, ১৬, ১৭ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে এবং বিশ্ব ইজতেমা এক পর্বেই হবে বলেই জানান তিনি। তবে এ বছর বিশ্ব ইজতেমায় আসবেন না দিল্লির মাওলানা সাদ কান্ধলভী।

দীর্ঘদিনের বিবাদ অবসানের পর একসাথে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত সকলেই।

প্রসঙ্গত: বিশ্ব ইজতেমা নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে রক্তারক্তি এবং মারামারির ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়েছে বলেই মনে করেন অনেকে।

মন্তব্য করুন