

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
হারামাইন শারিফাইনের ওমরাহ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর ওমরাহ হজের মৌসুমে এখন পর্যন্ত এক মিলিয়নের অধিক অর্থাৎ দশ লাখেরও বেশি মুসলিম নারী ওমরাহ পালন করেছেন। আল আরাবিয়া।
জেনারেল প্রেসিডেন্সের নারীদের প্রশাসনিক বিষয়ক প্রধান ডা. কামেলিয়া বিনতে মুহাম্মদ আল-দা’দি জানিয়েছেন, চলতি বছর এক মিলিয়নের বেশি মুসলিম নারী মসজিদ আল হারামে ওমরাহ হজ ও উপাসনা করার সুযোগ পেয়েছেন।
তিনি জানান, ওমরাহ হজের মৌসুমে প্রথম পর্যায়ে ২৬ হাজার ২০৯ জন নারী ওমরাহ হজ পালনের সুযোগ পান। দ্বিতীয় ধাপে ৩ লাখ ২৬ হাজার ৬০৩ জন নারী ওমরাহ পালন করেন এবং তৃতীয় ধাপে ৬ লাখ ৬৯ হাজার ৮১৮ জন নারী ওমরাহ হজ পালনের সৌভাগ্য অর্জন করেন।
ডা. কামেলিয়া বিনতে মুহাম্মদ আল-দা’দি আরও জানান, ওমরাহ হজ পালনের তিনটি ধাপেই ওমরাহ পালনকারী সৌভাগ্যবতী নারীদের প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধা এবং তাদের প্রাথমিক প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়।
আল আরাবিয়া অবলম্বনে ইসমাঈল আযহার
আই.এ/