এবার করোনায় ধরলো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

এবার করোনায় ধরলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। তার সরকারি অফিস থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তার করোনা আক্রান্তের খবর প্রকাশ করা হয়। এখন তিনি আইসোলেশনে আছেন।

ফরাসি প্রেসিডেন্টের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ম্যাক্রোঁর করোনায় আক্রান্তের প্রমাণ মিলেছে। এখন তিনি সাতদিনের আইসোলেশনে আছেন। আপাতত দূর থেকেই তিনি তার জরুরি কাজগুলো সম্পাদনা করবেন।

সূত্র: বিবিসি, স্কাই নিউজ

মন্তব্য করুন