

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রবিবার পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদ চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
পাবলিক ভয়েসকে পাঠানো শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদ্বীন, শায়খুল হাদীস ছিলেন। সেইসাথে বাতিল ও আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলায় অত্যন্ত সোচ্চার ছিলেন।
তিনি আরও বলেন, দরস ও তাদরিসের পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার জন্যও কাজ করছেন নিরলসভাবে। দেশ-বিদেশে তাঁর হাজার হাজার ছাত্র বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি বহুমুখি খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন। সেইসাথে একাধারে কয়েকটি মাদরাসার বোখারী দরস দান করতেন। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজনকে সবর করার তওফিক দিন।
প্রসঙ্গত, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর রুহের মাগফিরাত কামনায় বরিশাল চরমোনাই মাদ্রাসার মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বরিবার (১৩ ডিসেম্বর) দুপুর দুটার দিকে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ দোয়া করেন।
রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আজ দুপুর ১ টা ১৫ মিনিটে আল্লামা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিয়ুন) ইন্তেকাল করেন। বিষয়টি পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন আল্লামা কাসেমীর প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ।
আর পড়ুন-
হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকাল
আল্লামা নূর হোসাইন কাসেমী : জীবন ও অবদান
শায়খুল হাদীস যাকারিয়া (রহ.) এর কাছে বায়আত গ্রহণ করেন আল্লামা কাসেমী
সোমবার সকাল ৯টায় জাতীয় ঈদগাহে আল্লামা কাসেমীর জানাজা
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। ইন্তেকালের সময় তিনি দুই পূত্র ও দুই কণ্যাসন্তান রেখে গেছেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য নির্বাচিত মহাসচিব ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আল্লামা নূর হোসাইন কাসেমী প্রাচীন শতবর্ষী আকাবিরে উলামায়ে দেওবন্দের সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। এছাড়াও ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া মাদানিয়া বারিধারা তিনি শায়খুল হাদীস এবং মহা পরিচালক ছিলেন।
আই.এ/