আল্লামা কাসেমী কাসেমীর ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোকপ্রকাশ

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী আজ দুপুর ১ টা ১৫ মিনিটে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

আরও পড়ুন : হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকাল

বিদগ্ধ এ আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ির মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

তিনি বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমী ছিলেন ওলামায়ে কেরামের নেতৃত্বের একজন শীর্ষ আলেমে দ্বীন। তিনি দ্বীন-ধর্ম, ওলামায়ে কেরাম ও দেশের মানুষের জন্য আল্লাহর নেয়ামত ছিলেন। আজ তিনি রফিকে আলার দরবারে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন।

আরও পড়ুন : আল্লামা নূর হোসাইন কাসেমী : জীবন ও অবদান

তিনি আরো বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমি তৈরি করে গেছেন হুসাইন আহমদ মাদানি রহ. এর ফুয়ুজ ও বরকতের ধারা! তিনি চলে গেলেও তার ফুয়ুজ ও বরকতের ধারা আমাদের মাঝে অব্যাহত থাকবে, আমি সবার কাছে এই প্রত্যাশা করি। আজ এই বিদগ্ধ মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।  আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এদিকে, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান তার ইন্তেকালের খবর পেয়ে আজ যাত্রাবাড়ি মাদরাসায় মরহুমের মাগফিরাত কামনায় মাদরাসায় কোরআন খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করেন এবং সারাদেশের সকল মাদরাসা ও মস‌জিদে মরহুম হযরতের মাগ‌ফিরা‌তের জন‌্য দোয়া ও কোরআন খতমের অনু‌রোধ ক‌রে‌ন।

মন্তব্য করুন