রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে আল্লামা মামুনুল হক

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আল্লামা মামুনুল হককে।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে আজ শনিবার (৫ জুন) সকাল ১১টায় শুনানি শেষে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এর আগে সকালে পৃথক ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় মামুনুল হককে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামুনুল হকের বিরুদ্ধে করা ছয় মামলার মধ্যে তিনটি করে জেলা পুলিশ, দুটি সিআইডি এবং একটি করে পিবিআই।

পিবিআইয়ের করা মামলায় গত বুধবার সর্বশেষ মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ১২ মে নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা আরও পাঁচটি মামলায় মাওলানা মামুনুল হকের তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন